করোনার পরে জয় দিয়েই ক্রিকেটে ফিরল টাইগার বাহিনী

করোনা কবলে পড়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেই দাপটে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশে। দলের এমন আত্মবিশ্বাস জাগানো জয়ের দিনে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম ম্যাচেই তিনি নিজের জাত চেনালেন বিশ্ববাসীকে।

বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৬ উইকেটের জয় পেয়েছে টাইগার বাহিনী। এতে ১-০ তে এগিয়ে গেল ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালের সতীর্থরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও হবে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে আগামী সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম ওয়ানডে ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩২ ওভার ২ বলে ১২২ রানে অলআউট হয়ে যায়। ক্যারিবিয়ানদের পক্ষে কাইল মায়ার্স ৪০ ও রোভমন পাওয়েল সর্বোচ্চ ২৮ রান করেন। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৮ রানে খরচা করে ৪টি উইকেট তুলে নেন। এছাড়া অভিষেক হওয়া হাসান মাহমুদ দাপুটে বল করে ৩ উইকেট ও কাটার মাস্টার মোস্তাফিজ ২টি উইকেট নেন।

১২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৩ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের কিনারে পৌছে যায়। দলের পক্ষে তামিম ইকবাল সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া সাকিব ১৯, লিটন দাস ১৪ রান করেন। পরে মুশফিক ১৯ ও মাহমুদুল্লাহ অপরাজিত ৯ রান করে দলের জয় নিশ্চিত করেন।

 

টাইমস/এসএন

Share this news on: