এবার বিয়ের ইনিংসে সাব্বির

সব বিতর্ককে ছাপিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ অনুষ্ঠিত হয়। সাব্বির রহমানের ঘনিষ্ঠ এক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আক্দ হয়েছে সাব্বির-অর্পার। বিয়ে নিয়ে যদিও সাব্বির এখনই কিছু বলতে চাইলেন না, ‘অনুষ্ঠান যখন করব, তখন সবাইকে জানাব।’ 

জানা গেছে, সাব্বিরের স্ত্রীর নাম অর্পা। তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।

সাব্বিরের পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যারিয়ারে স্থিতিশীলতা আনতে ও স্বচ্ছন্দে এগিয়ে নিতে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের অনেকে সাব্বিরকে পরামর্শ দিয়েছেন বিয়ে করতে। তার বাবা-মায়েরও একই চাওয়া ছিল।

সাব্বিরের বাবা খাজা আহমেদ বললেন, ঢাকার বাসায় আপাতত ওদের আক্দ করে রাখলাম। একেবারে ছোট আয়োজনে, তেমন কাউকে বলিনি। আমি ওর মা আর কাছের দু-একজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিল। অনুষ্ঠান করলে পরে সবাইকে জানাব। দোয়া করবেন ওরা যেন ভালো থাকে, সুখে থাকে।

সব মিলিয়ে বর্তমান সময়টা ভালোই যাচ্ছে সাব্বিরের। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। দেশে ফিরেও ছন্দটা ধরে রেখেছেন। ধারাবাহিক রান পাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এবার জীবনের ইনিংসেও দুর্দান্ত এক জুটি গড়লেন তিনি।

এর আগে, নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফর করেন সাব্বির। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলেন। তবে সিরিজ শেষের আগেই দেশে ফেরেন তিনি।

জানুয়ারিতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার সময় সাব্বির রহমান ক্যারিয়ারকে নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছিলেন। অতীতের সব বাজে অভিজ্ঞতা থেকে বের হবেন বলেও জানিয়েছিলেন। এছাড়া খুব শিগগিরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন বলেও ব্যক্ত করেছিলেন। এবার সেই পথেই হাঁটছেন সাব্বির।

শৃঙ্খলা ভঙের দায়ে গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হন সাব্বির রহমান। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই তাকে মওকুফ করে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024