টাইগারদের জিততে দরকার ২৬২ রান  

ত্রিদেশীয় সিরিজের মূল লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শেই হোপের ব্যাট হাতের দৃঢ়তায় বড় সংগ্রহের পথ দেখালেও শেষ পর্যন্ত ২৬১ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার ডাবলিনে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে বাংলাদেশের বোলারদের ভালোই মোকাবিলা করেন দুই ক্যারিবীয় ওপেনার শেই হোপ ও সুনিল আমব্রিস। এই দুজনের দৃঢ়তায় শুরুটাও ভালোই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। এর পরই সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ আঘাত হানেন ক্যারিবীয় ব্যাটিংয়ে।

আমব্রিস ৩৮ রান করে মিরাজের শিকার হয়ে সাজঘরে ফিরেন। এর পর ড্যারেন ব্রাভো আউট হন ব্যক্তিগত ১ রানের মাথায় সাকিব আল হাসানের বলে।

কিন্তু একপাশ আগলে রাখেন হোপ। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের চমৎকার ইনিংস খেলা এই ডানহাতি ব্যাটসম্যান মাশরাফিদের বিপক্ষে দারুণ উজ্জ্বলতা ছড়ান। তিনি ১০৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। আর রোস্টন চেইস করেন ৫১ রান।

ক্যারিবীয়রা যখন ভালোভাবে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ান মাশরাফি বিন মুর্তজা। ১০ ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান দুটি এবং সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিয়ে অধিনায়ককে যোগ্য সহায়তা দেন।

বাংলাদেশ দল তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। একাদশে সুযোগ পাননি পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন দলে সুযোগ পেয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগের ম্যাচে দারুণ সেঞ্চুরি করা জন ক্যাম্পবেল চোটের কারণে ছিটকে গেছেন একাদশ থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ১৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। এ ম্যাচে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক শেন ডাওরিচের।

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৯৬ রানের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছিল।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শেই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল আমব্রিস, অ্যাশলি নার্স, রোস্টন চেইস, শেন ডাওরিচ, জোনাথন কার্টার।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024