ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বৃষ্টির কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হলে শিরোপা জিতবে বাংলাদেশ। কারণ গ্রুপপর্বের খেলায় বাংলাদেশ একটি ম্যাচও হারেনি।

দুইবারের দেখায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। এ ছাড়া আয়ারল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি বাহিনী।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালান শাই হোপ। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৪৮তম বলে মোস্তাফিজুর রহমানকে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন হোপ।

শাই হোপ এবং সুনীল অ্যাব্রিসের জোড়া ফিফটিতে উড়ন্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারে ১৩১ রান সংগ্রহ করেছেন তারা।

শাই হোপ এবং আমব্রিসের ব্যাটিং ঝড়ের পর বৃষ্টি। খেলা আপতত বন্ধ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬জন বোলারকে ব্যবহার করেও ক্যারিবীয় উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ মানেই ব্যাটিংয়ে দুর্বার শাই হোপ। টাইগারদের বিপক্ষে আরও একটি ফিফটি তুলে নিলেন ওয়েস্ট ইন্ডিজের এ ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারে ইতিমধ্যে ৫৪তম ম্যাচে ১০ম ফিফটি তুলে নিয়েছেন।

শাই হোপ ওয়ানডে ক্যারিয়ারে ইতিমধ্যে ৬টি সেঞ্চুরি করেছেন। তার মধ্যে তিনটি পেয়েছেন বাংলাদেশ দলের বিপক্ষে। টাইগারদের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি গড়েছেন শাই হোপ।

শুক্রবার আয়ারল্যান্ডে ডাবলিনের মালাহাইডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে উইন্ডিজ ক্রিকেট দল।

অতীতে ছয়বার ফাইনালে উঠেও বাংলাদেশ ট্রফি ছুঁতে পারেনি। এনিয়ে সপ্তমবার ফাইনালে খেলছে বাংলাদেশ। দলের এমন গুরুত্বর্পূণ ম্যাচে নেই দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইনজুরির কারণে দলে খেলতে পারছেন সাকিব।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আসলি নার্স, কেমার রোচ, রেমন্ড রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

 

টাইমস/জেডটি

Share this news on: