ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের রানের পাহাড়

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে স্বাগতিক ইংল্যান্ডকে বিশাল রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।

টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ৩৪৮ রান করেন সরফরাজরা।

ফাখহার-ইমামের ভালো সূচনার পর হাফিজ, বাবর ও সরফরাজের হাফসেঞ্চুরিতে এই রান করে ৯২ সালের চ্যাম্পিয়নরা।

সর্বোচ্চ ৮৪ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ হাফিজ। মাত্র ৬২ বলে আটটি বাউন্ডারি ও দুটি ওভারবাউন্ডারি দিয়ে তার ইনিংসটি সাজিয়েছিলেন।

এ ছাড়া বাববর আজম ৬৩ ও অধিনায়ক সরফরাজ আহমেদ ৫৫ রান করেন। দুই ওপেনার ইমাম ৪৪ ও ফাখহার ৩৬ রান করে সাজঘরে ফেরেন।

নাটিংহামের ট্রেন্ট ব্রিজ ক্রিকেট গ্রাউন্ডে সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে পাকিস্তান একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ইমাদ ওয়াসিম ও হারিস সোহাইলের জায়গায় ফিরেছেন শোয়েব মালিক ও আসিফ আলী।

এই বিশ্বকাপে পাকিস্তানিরা বাজেভাবে হার দিয়েই শুরু করেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ১০৭ রানেই গুটিয়ে যায় দলটি। কিন্তু দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়েছেন হাফিজরা।

 

টাইমস/জেডটি

Share this news on: