বিশ্বকাপের সেরা একাদশে সাকিব-মুশফিক

ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন টাইগাররা। দলগত পারফরম্যান্সের পাশাপাশি তাদের ব্যক্তিগত পারফরম্যান্সও চোখ ধাঁধানো। তাদের মধ্যে ব্যাট-বল হাতে অসাধারণ পারফর্ম করছেন সাকিব আল হাসান। সাফল্যের সোনার কাঠি হাতে পেয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

বিশ্বকাপে চলতি পারফরম্যান্স বিবেচনায় এ দুই ক্রিকেটার বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এই একাদশ সাজিয়েছে ভারতের বহুল প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকা।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরির মাধ্যমে ৪০০ রানের মাইলফলক অতিক্রমের পাশাপাশি সংগ্রহ করেছেন ১০ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্স আর কেউ দেখাতে পারেননি। শুধু এবার নয়, বিশ্বকাপের ইতিহাসেই এ কীর্তি বিরল।

বাংলাদেশের এই অলরাউন্ডার ওয়ানডে ফরম্যাটের প্রথম কোনো খেলোয়াড়, যিনি দ্রুততম ছয় হাজার রান ও ২৫০ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে অন্যদের চেয়ে এক ম্যাচ কম খেলে এখন পর্যন্ত ৪৭৬ রান সাকিবের, যা এবারের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান।

আনন্দবাজার বিশ্ব একাদশে বাংলাদেশি এই অলরাউন্ডারকে ব্যাটিংয়ের তিন নম্বর পজিশনে রেখেছে। সাকিবকে নিয়ে লিখেছে, ‘তাকে কেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়, তা চলতি বিশ্বকাপে বারবার প্রমাণ করে চলেছেন। ব্যাট-বল দুই ক্ষেত্রেই অনবদ্য এই বাংলাদেশি বহু ম্যাচ জিতিয়েছেন দলকে।’

বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্স করছেন সাকিবের সতীর্থ মুশফিকও। অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০৩ রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ ও আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৮৩ রানের ঝলমলে তিনটি ইনিংস খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে তার ইনিংস দুটি বাংলাদেশের জয়ের পুঁজি এনে দেয়।

বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে ৩২২ রান করে অষ্টম স্থানে আছেন মুশফিক।

মুশফিক সম্পর্কে আনন্দবাজার ছেপেছে, ‘বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম শক্তি। বড় রানের টার্গেট দিতে বা তাড়া করে ম্যাচ জেতাতে টাইগারদের ভরসা মুশফিকুর রহিম। এই দলের উইকেটরক্ষক তিনিই।’

ভারতীয় পত্রিকাটির গড়া বিশ্ব একাদশে ওপেনিং জুটিতে রাখা হয়েছে দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চকে। একমাত্র ভারতীয় হিসেবে আছেন বিরাট কোহলি।

আনন্দবাজার বিশ্ব একাদশ

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, সাকিব আল হাসান, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, বেন স্টোকস, মিচেল স্টার্ক, মোহাম্মদ আমির ও ইমরান তাহির।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
রেমিট্যান্স উন্নয়নের মূল চালিকা শক্তি : সমাজকল্যাণমন্ত্রী Apr 18, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা Apr 18, 2024
img
গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Apr 18, 2024
img
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা Apr 18, 2024
img
আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল Apr 18, 2024
img
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, কে লড়ছেন কার বিপক্ষে Apr 18, 2024
img
লিটারে ৪ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Apr 18, 2024
img
মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী Apr 18, 2024
img
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী Apr 18, 2024
img
ব্যবসায়ী নাসিরের মামলা : পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি Apr 18, 2024