রাজশাহী কিংসের হয়ে বিপিএল মাতাবেন ডুমিনি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে রাজশাহী কিংসের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার জেপি ডুমিনি। বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

রাজশাহী কিংস তাদের পেজে লিখেছে, ডুমিনি একজন অসাধারণ বাঁহাতি ব্যাটসম্যান, কার্যকরী স্পিনার এবং তুখোড় ফিল্ডার; দক্ষিণ আফ্রিকাকে ১৪ বছরের বেশি সময় সেবা দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক অভিজ্ঞতা রয়েছে তার। ইতিমধ্যে ২০১৮ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দিয়েছেন তিনি।

প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন ৩৫ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার। বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো ডুমিনি ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ২৫২টি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ডুমিনি খেলে আসছেন সেই শুরু থেকে। এখন পর্যন্ত ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানারাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নামতে দেখা গেছে তাকে।

ব্যাট হাতে ৪১টি হাফসেঞ্চুরিসহ ৩৭.৪৬ গড়ে করেছেন ৬ হাজার ১০৬ রান। বল হাতেও দারুণ কার্যকরী প্রোটিয়া তারকা। ৭.৬৬ ইকোনমি রেটে ঝুলিতে ভরেছেন ৭৪টি উইকেট।

এদিকে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার যোগ দিচ্ছেন ঢাকা ডাইনামাইটসে। বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানেরও একই দলের যোগ দেওয়ার কথা জানা গেছে। অন্যদিকে সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন এরইমধ্যে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন। একই দলে যোগ দেওয়ার কথা প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের।

বিপিএলের এবারের মৌসুমটি হবে সপ্তম আসর। চলতি বছরই ডিসেম্বরের প্রথম সপ্তাহে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: