বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এশিয়া-বিশ্ব একাদশ টি-২০

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে দুটি টি-টুয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রীতি ম্যাচ দুটিতে অংশ নেবে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশ। আগামী বছরের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসব তথ্য জানিয়েছেন।

বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের টি-টুয়েন্টি ম্যাচ দুটিতে বিশ্বের খ্যাতিমান তারকাদের আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিভিন্ন উপলক্ষ কিংবা ঐতিহাসিক কোনো ক্রিকেট আয়োজনে বিশ্ব একাদশ বা এশিয়া একাদশের ম্যাচ থাকলে সেগুলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির স্বীকৃতি পেয়ে থাকে। সে অর্থে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রীতি ম্যাচ দুটিও আন্তর্জাতিক মর্যাদা পাবে।

এর আগে দেশের ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তারাও বিশেষ আয়োজন করবে। ইউরোপের কোনো দেশ কিংবা কোনো জনপ্রিয় ক্লাবকে ঢাকার মাঠে এনে আয়োজন করা হবে প্রীতি ফুটবল ম্যাচ।

 

টাইমস/জেডটি

Share this news on: