যে কারণে ৩ মাসের জন্য নিষিদ্ধ মেসি

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ৩৭ মিনিটের মাথায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে চিলির বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিওনেল মেসি।

এরপর দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে আর্জেন্টিনার তারকা মেসি দুর্নীতির অভিযোগ তুলেন। তাতেই তার উপর নেমে এল নিষেধাজ্ঞার খড়গ। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ম্যাচে তিন মাস নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।

এই সময়ের মধ্যে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি। চলতি মাসের ২ আগস্ট থেকে এই শাস্তি কার্যকর হওয়া শুরু হবে। একইসঙ্গে মেসিকে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে কনমেবল।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে লিওনেল মেসির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে কনমেবল। শাস্তির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন মেসি। সে জন্য তার হাতে সময় রয়েছে সাত দিন।

নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী তিন মাসে চিলি, মেক্সিকো, জার্মানির সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলতে পারবেন না মেসি।

 

টাইমস/জিএস

Share this news on: