কাশ্মীরিদের প্রতি সংহতি জানাতে সীমান্তে যাবেন আফ্রিদি-মিয়াঁদাদ

কাশ্মিরীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শিগগিরই লাইন অব কন্ট্রোল (পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা) সফরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। মঙ্গলবার এক টুইট বার্তায় এ ঘোষণা দেন।

জম্মু-কাশ্মীর ও লাদাখের স্বায়ত্ত্বশাসন বাতিল করে ভারতের চালানো আ্গ্রাসনের জবাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে আফ্রিদি বলেন, তিনি কাশ্মিরী ভাইদের প্রতি সংহতি প্রকাশ করবেন।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মিরী জনগণের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ‘ত্রিশ-মিনিট’ কর্মসূচির ঘোষণা করেছেন। যা প্রতি সপ্তাহে পালিত হবে।

এছাড়াও আফ্রিদি শুক্রবার দুপুর ১২ টায় করাচির ‘মাজার-ই-কায়েদ’ (পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর মাজার)- এ থাকারও ঘোষণা দেন।

কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশে পাকিস্তানের জনগণের প্রতি প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেয়ার আহ্বান জানিয়েছেন এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমি থাকব ‘মাজার-ই-কায়েদে’ আমাদের কাশ্মীরি ভাইদের প্রতি সংহতি জানাতে আমার সঙ্গে যোগ দিন। ৬ সেপ্টেম্বর আমি একজন শহীদের বাড়ি পরিদর্শন করব। আমি খুব শিগগিরই লাইন অব কন্ট্রোলও সফর করব।'

এর আগেও ৩৭০ ধারা বাতিল ও কাশ্মীরিদের প্রতি ভারতের দমন নীতির কঠোর সমালোচনা করেন শহীদ আফ্রিদি। এমনকী কাশ্মিরী জনগণকে তাদের ন্যয্য অধিকার ফিরিয়ে দিতে জাতিসংঘের প্রতিও আহ্বান জানিয়েছেন সাবেক এ পাক ক্রিকেটার।

এছাড়া পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদও কাশ্মিরীদের প্রতি সংহতি জানাতে লাইন অব কন্ট্রোল সফর করার ঘোষণা দিয়েছেন। তার সফরে অন্য খেলোয়ারদেরও যুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। লাইন অব কন্ট্রোলে তারা শান্তির পতাকা ওড়াতে চান বলেও ঘোষণা দেন জাভেদ মিয়াঁদাদ।

জাভেদ মিয়াঁদাদ ভিডিও বার্তায় বলেন, ‘আমি সীমান্তে যাব শান্তির জন্য। আমি পাকিস্তানের উচ্চ বর্গীয়সহ খেলোয়ার সর্বোপরি সকল জনতার উদ্দেশে এ বার্তা পৌঁছে দিতে চাই। আমি সেখানে যাব এবং সবাইকে শান্তির কথা বলব। আমি সেখানে একটি শান্তির পতাকা নিয়ে যাব। এরপরও যদি সেখানে হানাহানি বন্ধ না হয় তবে আমি দুই দেশের সীমান্তে যাব। সেখানে আমার সঙ্গে যে কেউ চাইলে যেতে পারবেন। সেখানে যাওয়ার পর আমি জনতাকে বলব আমরা শান্তি চাই। এবং আমরা কাশ্মীরি জনগণের পক্ষে।'

 

টাইমস/এমএস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
রেমিট্যান্স উন্নয়নের মূল চালিকা শক্তি : সমাজকল্যাণমন্ত্রী Apr 18, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা Apr 18, 2024
img
গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Apr 18, 2024
img
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা Apr 18, 2024
img
আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল Apr 18, 2024
img
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, কে লড়ছেন কার বিপক্ষে Apr 18, 2024
img
লিটারে ৪ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Apr 18, 2024
img
মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী Apr 18, 2024
img
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী Apr 18, 2024
img
ব্যবসায়ী নাসিরের মামলা : পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি Apr 18, 2024