অস্ত্র-মাদকের মামলার রিপোর্ট
এরফান সেলিমকে অব্যাহতি, ফেঁসে গেলেন দেহরক্ষী

ফাইল ছবি
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এরফান সেলিমকে অস্ত্র ও মাদক মামলায় অব্যাহতি দিয়ে আদালতে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। তবে একই রিপোর্টে এরফান সেলিমের বাসা থেকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তার দেহরক্ষীকে অভিযুক্ত করে রিপোর্ট দিয়েছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার ইন্সপেক্টর (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন এরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করে ঢাকার সিএমএম আদালতে রিপোর্ট জমা দেন।
চকবাজার থানার ওসি মওদুদ হাসান গণমাধ্যমকে বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারের মামলায় এরফান সেলিমকে অব্যাহতি দিয়ে তার দেহরক্ষীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৫ অক্টোবর রাজধানীর কলাবাগান থানা এলাকায় নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের গাড়িটি ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
এসময় এরফান সেলিম ও তার দেহরক্ষী গাড়ি থেকে নেমে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধর করেন। এমনকি নৌবাহিনীর ওই কর্মকর্তার স্ত্রীকেও গালিগালাজ করেন এরফান সেলিম ও তার দেহরক্ষী।
ওই ঘটনায় ওয়াসিফ আহমদ খান বাদি হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। পরে এরফানকে তার বাসা থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে র্যাব। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পরে রাজধানীর চকবাজার থানায় এরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে র্যাব।
টাইমস/এসএন