কাউন্সিলর তরিকুল হত্যাকাণ্ড : সিরাজগঞ্জে আরও ৪ আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে নব নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে আসামিদের সিরাজগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তাররা হলেন- এজাহারভুক্ত ২ নম্বর আসামি পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহদৎ হোসেন বুদ্দিনের ছোট ভাই এনামুল হাসান লিখন, বড়ভাই ছানোয়ার হোসেন রতন, মোস্তফা কামাল ও সাইফুল ইসলাম।
সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহায়তায় খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।
প্রসঙ্গত, ১৬ জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের ওপর হামলা চালায় পরাজিত কাউন্সিলরপ্রার্থী শাহদৎ হোসেন বুদ্দিনের সমর্থকরা।
এসময় নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করেন আসামিরা। এতে নিহত হন তরিকুল ইসলাম। এঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
টাইমস/এসএন