বাবাকে দেখতে এসে গ্রেপ্তার রন হক সিকদার, দুপুরেই জামিন

ফাইল ছবি
বাবাকে (সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান) শেষবারের মত দেখার জন্য দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
তবে শুক্রবার দুপুরেই তিনি ঢাকা মহানগর হাকিম আদালত থেকে এ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার এখনও পলাতক রয়েছেন।
গুলশান জোনের ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন জানান, গত বছরের ১৯ মে রন হক সিকদার ও দিপু হক সিকদারের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকেই তারা পলাতক ছিলেন।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠী সিকদার গ্রুপের চেয়ারম্যান ও রন হক সিকদারের বাবা বাবা জয়নুল হক সিকদার মারা গেছেন। বাবাকে দেখার জন্য শুক্রবার সকালে ঢাকায় পৌছান রন হক সিকদার। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।
টাইমস/এসএন