বব ডিলান তাঁর সংগীতজীবনের একেবারে শুরুর দিনগুলোকে আবারও নতুনভাবে তুলে ধরতে আসছেন। কিংবদন্তি এই গায়ক-গীতিকার ঘোষণা দিয়েছেন নতুন আর্কাইভাল বক্সসেট থ্রু দ্য ওপেন উইন্ডো: দ্য বুটলেগ সিরিজ ভলিউম ১৮ প্রকাশের। এতে ধরা পড়বে ১৯৫৬ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত তাঁর সৃষ্টিকর্ম। অ্যালবামটি প্রকাশিত হবে আগামী ৩১ অক্টোবর।
এই বিশেষ সংগ্রহে স্থান পেয়েছে ডিলানের কিশোর বয়সে মিনেসোটায় কাটানো সময় থেকে শুরু করে নিউইয়র্কের গ্রিনউইচ ভিলেজে তাঁর প্রাথমিক সঙ্গীতযাত্রার দিনগুলো। অ্যালবামের অন্যতম আকর্ষণ রকস অ্যান্ড গ্রাভেল (সলিড রোড) নামের একটি গান, যা ১৯৬২ সালের এপ্রিলে দ্য ফ্রিওইলিন বব ডিলান-এর রেকর্ডিং সেশনে ধারণ করা হয়েছিল।
সংগ্রহটির শেষ দুই ডিস্কে স্থান পেয়েছে ১৯৬৩ সালের ২৬ অক্টোবর নিউইয়র্কের কার্নেগি হলে অনুষ্ঠিত ডিলানের বিখ্যাত কনসার্টের অডিও রেকর্ডিং। এগুলো এর আগে কখনও প্রকাশিত হয়নি।
থ্রু দ্য ওপেন উইন্ডো প্রকাশিত হবে ডিজিটাল ফরম্যাট ছাড়াও ৮ সিডি, ২ সিডি এবং ৪ এলপি সংস্করণে। এর সঙ্গে থাকছে শন উইলেনজের লেখা ১২৫ পৃষ্ঠার বিস্তারিত প্রবন্ধ, যেখানে ডিলানের প্রাথমিক সঙ্গীতজীবন ঘিরে নানা গল্প ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
এটি ডিলানের বুটলেগ সিরিজের নতুন সংযোজন, প্রায় দুই বছরের বিরতির পর। এর আগে ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল ফ্র্যাগমেন্টস - টাইম আউট অব মাইন্ড সেশনস (১৯৯৬-১৯৯৭): দ্য বুটলেগ সিরিজ, ভলিউম ১৭। এবার তিনি আরও পেছনে ফিরে গিয়ে শুরুর দিনগুলোর অমূল্য স্মৃতি ভক্তদের সামনে হাজির করতে চলেছেন।
টিকে