বায়ু দূষণ: দিল্লি বিমানবন্দর থেকে ফিরে গেল ৩২ বিমান  

ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ৩২টি বিমান গতিপথ পরিবর্তন করে চলে গেছে। বিষাক্ত ধোঁয়াশার কারণে রানওয়ে দেখা না যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

রোববার বায়ু দূষণের মাত্রা ৬০০ ছাড়িয়ে যাওয়ায় এসব বিমানের গতিপথ ঘুরিয়ে দেয়া হয়। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে।

এদিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে একাধিক ফ্লাইট। ধোঁয়াশার কারণে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ফলে সড়কে যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, শনিবার যেখানে দিল্লিতে দূষণের মাত্রা ছিল ৪০৭, সেখানে রোববার বাতাসে বায়ুদূষণের সূচক বা একিউআই বেড়ে ৬২৫-এ পৌঁছে যায়। গোটা শহর জুড়ে এতটাই ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে যে শ্বাস নেয়াও কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল।

লোকাল সার্কেল নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের এক সমীক্ষায় দেখা যায়, দূষণে প্রাণ ওষ্ঠাগত হওয়ায় ৪০ শতাংশ বাসিন্দা চাইছেন পাকাপাকিভাবে দিল্লি ছেড়ে দিতে। ১৬ শতাংশ বাসিন্দা চাইছেন অন্তত এ ‘জরুরি অবস্থায়’ শহরের বাইরে থাকতে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: