‘গাঁজা’ সেবনের অভিযোগে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রীর সাজা  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গাঁজা সেবনের অভিযোগে দুই আবাসিক ছাত্রীর সিট বাতিল করা হয়েছে। একই অভিযোগ ও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে হলে অবস্থান করায় আরেক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হযরত বিবি খাদিজা হলের এই তিন শিক্ষার্থীকে সাজা দেয়ার পদক্ষেপ নেয়া হয়। পরে বুধবার বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি টাঙানো হয়।

নোটিসে বলা হয়, গত ১৫ নভেম্বর বিবি খাদিজা হলের তিন আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

তদন্তে ওই তিন ছাত্রীর বিরুদ্ধে গাঁজা সেবনে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় বলে নোটিসে বলা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে গত ২৭ নভেম্বর এক বৈঠকে তাদের শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী দুই ছাত্রীর সিট বাতিলসহ তিনজনকে তিনদিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ মো. আতিকুর রহমান বলেন, সাজাপ্রাপ্তদের মধ্যে একজন প্রশাসনকে অবিহিত না করে অবৈধভাবে হলে অবস্থান করায় অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: