অবৈধ অনুপ্রবেশ: মহেশপুর সীমান্তে আটক আরও ১৬ অনুপ্রবেশকারী  

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই দালালসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির অধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।

খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান বলেন, সকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় জলুলী বিওপির অধীন মাটিলা মাঠ থেকে চারজন পুরুষ, তিনজন নারী ও এক দালালকে আটক করা হয়।

অন্যদিকে, পলিয়ানপুর বিওপির অধীনে ভৈরবা মোড় থেকে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও একজন দালালকে আটক করা হয়। এরা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করছেন।

আটকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে অনুপ্রবেশের সময় এই সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করে বিজিবি। তারাও নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছিল।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: