ফতুল্লায় অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে ছাই, আহত ১০  

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর বারৈভোগ এলাকায় ফারিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে টিনের তৈরি ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরপরই আগুন নেভানোর কাজে স্থানীয় লোকজনের সঙ্গে ফারিয়া গার্মেন্টসের ফায়ার সার্ভিস কর্মীরা যোগ দিলে প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে হাজীগঞ্জ ও মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন।

আগুনে ক্ষতিগ্রস্ত লিটন জানায়, প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে প্রায় অর্ধকোটি টাকা।

পুড়ে যাওয়া ঘরের মধ্যে প্রায় ৩০টি ঘরের মালিক মজিবুর রহমান, ছয়টি ঘরের মালিক সামসুদ্দিন। সব মিলিয়ে ৫০টি ঘর পুড়ে গেছে। প্রত্যেকের ঘরেই নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান ফার্নিচার ছিল। এসব ঘরে বসবাসকারী বেশির ভাগই গার্মেন্টস কর্মী।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ঘটনার পর পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

 

টাইমস/এইচইউ

Share this news on: