বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেল আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসরে খেলতে পারবে এই তিন দেশ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ মঙ্গলবার রাতে এমনটি নিশ্চিত করেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে- টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী আসর থেকে আর দ্বি-স্তরের ব্যবস্থা থাকছে না।
বর্তমানে আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে ৯টি দেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে। তবে এই ১২টি দেশকে দুটি স্তরে ভাগ হয়ে খেলার প্রস্তাব দিয়েছে ভারত।
সেই প্রস্তাব অনুসারে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা শীর্ষ স্তরে থাকবে। দ্বিতীয় স্তরে থাকবে পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ। তাদের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী আসরে যোগ হবে- আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ক্রিকেট দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্বে খেলছে ৯টি দল। তারা হলো- অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, ওয়েষ্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল।
ইতোমধ্যে ৩টি টেস্টে অংশ নিয়ে টানা জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুই টেস্টে অংশ নিয়ে একটিতে জিতে দ্বিতীয় পজিশনে আছে শ্রীলংকা। ৭ টেস্টে অংশ নিয়ে ৪টিতে জিতে তৃতীয় পজিশনে আছে ভারত।
টিজে/টিএ