বলিউডের অভিজ্ঞ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য সম্প্রতি নিজের কর্মজীবন এবং সামাজিক প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “তুমি সিস্টেমের মধ্যে থাকবে আবার নিন্দাও করবে তা কিন্তু হয় না। হয় তোমাকে কাজ করতে হবে নাহলে ছেড়ে দিতে হবে। দুটো একসঙ্গে করা যায় না।”
অভিনেতা এ মন্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, একজন শিল্পী বা কর্মী হিসেবে প্রতিষ্ঠান বা কাজের নিয়ম মানতে হবে। একই সঙ্গে নিজের কাজের প্রতি দায়বদ্ধতা এবং পেশাদারিত্ব বজায় রাখতেই মূলত সাফল্য আসে।
ভট্টাচার্য আরও জানান, সামাজিক সমালোচনা বা নিন্দা স্বাভাবিক, তবে সেটাকে কাজে বাধা হিসেবে নিলে তা কোনো ফল দেয় না। বরং ধারাবাহিক পরিশ্রম ও নিয়ম মেনে চলাই কর্মজীবনের স্থায়িত্ব নিশ্চিত করে।
এমকে/এসএন