জীবনের টাকা কামিয়ে নেওয়া সহজ সম্মান অর্জন সহজ নয়: দেব
মোজো ডেস্ক 04:00PM, Nov 12, 2025
জীবনের অর্থ শুধু সাফল্য বা সম্পদে নয় এই উপলব্ধিই যেন প্রকাশ পেয়েছে অভিনেতা দেব এর ভাবনায়। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “জীবনের টাকা কামিয়ে নেওয়া সহজ। কিন্তু সম্মান অর্জন সহজ নয়।” অল্প কিছু শব্দেই তিনি যেন ছুঁয়ে দিয়েছেন জীবনের গভীর এক সত্য।
দেব এর এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলেছেন, এই কথার মধ্যে জীবনের বাস্তবতা ও আত্মসম্মানের অনন্য বার্তা লুকিয়ে আছে। কেউ কেউ মন্তব্য করেছেন, আজকের প্রতিযোগিতার দুনিয়ায় যেখানে মানুষ সফলতার পেছনে ছুটছে, সেখানে সম্মান ও সততার গুরুত্বের এমন স্মরণ করিয়ে দেওয়া খুবই প্রয়োজন।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি নিজের জীবনের নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো সেই অভিজ্ঞতাই তাকে এমন ভাবনায় নিয়ে এসেছে। দেব আগেও জীবনের মূল্যবোধ ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন তার সাক্ষাৎকার ও বক্তব্যে।
তার এই পোস্ট এখন আলোচনা তৈরি করেছে সহকর্মীদের মধ্যেও। অনেক তারকাই শেয়ার করে লিখেছেন, “সত্যিই সম্মানই আসল সম্পদ।” এক কথায়, দেব এর এই সংক্ষিপ্ত বার্তাই যেন হয়ে উঠেছে বড় এক প্রেরণা যেখানে জীবনের সঠিক অগ্রাধিকার খুঁজে নিতে মানুষকে ভাবিয়ে তুলছে।