বলিউডের সাহসী কণ্ঠস্বর কঙ্গনা রানাউত আবারও আলোচনায় নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়ে। তিনি খোলাখুলি বললেন, “পুরুষ অভিনেতারা যা পান, তার একতৃতীয়াংশও আমরা পাই না। এটা টাকার ব্যাপার নয়, বরং এটা একজন নারী হওয়ার ব্যাপার।”
কঙ্গনা বলেন, চলচ্চিত্রে একজন নায়িকা যেমন পরিশ্রম করেন, যেমন সময় ও শ্রম দেন, তার মূল্যায়ন তেমনভাবে হয় না। পুরুষ তারকারা যেভাবে সম্মান ও পারিশ্রমিক পান, নারীদের ক্ষেত্রে সেখানে এখনো রয়েছে স্পষ্ট বৈষম্য।
অভিনেত্রীর মতে, “এটা শুধু চলচ্চিত্র নয়, বরং গোটা সমাজের মানসিকতার প্রতিচ্ছবি। নারীকে এখনো তার যোগ্যতা প্রমাণ করতে হয় বারবার, যেখানে পুরুষের সক্ষমতা ধরে নেওয়া হয় স্বাভাবিক হিসেবে।”
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই কঙ্গনার প্রশংসা করে লিখেছেন, “তিনি সাহস করে বলছেন, যা অনেকেই বলতে ভয় পান।” আবার কেউ কেউ মনে করছেন, কঙ্গনার কথায় ফুটে উঠেছে বলিউডের অঘোষিত বাস্তবতা।
কঙ্গনা আগেও নারী শিল্পীদের প্রাপ্য সম্মান ও স্বাধীনতার পক্ষে সোচ্চার হয়েছেন। এবারও তার বক্তব্য যেন নতুন করে সামনে আনল সেই চিরচেনা প্রশ্ন বলিউডে নারী তারকাদের পরিশ্রমের প্রকৃত মূল্য কবে মিলবে?
আরপি/টিএ