ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় বলিউডের বিনোদন জগতেও নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এই ঘটনার শিকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দিল্লিতে শুরু হতে যাওয়া শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যাননের নতুন সিনেমা ‘ককটেল টু’-এর দ্বিতীয় পর্বের শুটিংও বাতিল করা হয়েছে।
গত সোমবার (১১ নভেম্বর) রাতে দিল্লির লাল কেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হন এবং রাজধানীজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এই মর্মান্তিকতার কারণেই বুধবার মুম্বাইয়ে ‘ধুরন্ধর’ সিনেমার ট্রেলার লঞ্চের জমকালো অনুষ্ঠান বাতিল করা হয়। এই অনুষ্ঠানে রণবীর সিং, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালসহ ছবির পরিচালক ও প্রযোজকদের উপস্থিত থাকার কথা ছিল।
আনুষ্ঠানিক বিবৃতিতে টিম ‘ধুরন্ধর’ জানিয়েছে, ‘গতকালের দিল্লি বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ১২ নভেম্বরের ট্রেলার লঞ্চ স্থগিত রাখছি। নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।’
অভিনেতা রণবীর সিং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করে লেখেন, ‘গতকালের ঘটনার খবর শুনে আমি স্তব্ধ। যে পরিবারগুলি প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা।’
তবে শুধু ‘ধুরন্ধর’ নয়, একই কারণে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যাননের নতুন ছবি ‘ককটেল টু’-এর শুটিংও বাতিল করা হয়েছে। ছবিটির দ্বিতীয় পর্বের কাজ ১২ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হওয়ার কথা ছিল।
আরপি/টিএ