তারকাদের মধ্যে ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে একেবারে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের চার বছর পরও তাঁদের প্রেম এখনো টাটকা। সম্প্রতি মা-বাবা হয়েছেন এই সেলেব দম্পতি।
২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন ভিকি-ক্যাটরিনা। বয়সে পাঁচ বছরের ব্যবধান নিয়েও তাঁদের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি বিনোদন দুনিয়ায়। একসময় গুঞ্জন উঠেছিল, তাঁদের দাম্পত্যে নাকি দূরত্ব বাড়ছে! তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রতিবারই নিজেদের সুখী সংসারের ঝলক দেখিয়েছেন এই জুটি।
সেই সুখের রহস্য এবার নিজেই জানালেন ভিকি কৌশল। টক শো ‘Too Much with Kajol and Twinkle’-এর সাম্প্রতিক এক পর্বে হাজির হয়ে কাজল ও টুইঙ্কলের প্রশ্নে খানিকটা রসিক ভঙ্গিতেই দাম্পত্যের “গোপন মন্ত্র” ফাঁস করলেন তিনি।
সঞ্চালিকারা প্রশ্ন করেছিলেন-“স্বামী-স্ত্রীর সম্পর্কে কোনটা বেশি জরুরি? কথোপকথন, না ঘন ঘন যৌনমিলন?” জবাবে ভিকির সোজাসাপটা উত্তর, “কথাবার্তা তো চলতেই থাকে, তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!”
অভিনেতার এই জবাব শুনে রীতিমতো হাসিতে ফেটে পড়েন কাজল ও টুইঙ্কল। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও ক্লিপ। এতদিন নিজের ব্যক্তিজীবন আড়ালে রাখলেও এবার ভিকির এই খোলামেলা স্বীকারোক্তি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। অনেকে মজার ছলে মন্তব্য করছেন, “ক্যাটরিনা ভালো শিক্ষিকা, ভিকি বাধ্য ছাত্র!”
বর্তমানে দু’জনেই মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল বাংলোয় নবজাতক সন্তান নিয়ে সংসার করছেন। আগামী ১৩ নভেম্বর আমাজন প্রাইমে সম্প্রচারিত হবে শোয়ের পূর্ণাঙ্গ পর্ব।
এসএস/টিএ