তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপাতি বিজয় এবার তার ভক্তদের কাছে একটি আবেগঘন বিদায়ের বার্তা দিতে চলেছেন। তার আগামী ছবি ‘জানা নায়াগান’ তাঁর শেষ সিনেমা হিসেবে প্রস্তুত হচ্ছে, যা মুক্তির পর তিনি পুরোপুরি রাজনীতিতে প্রবেশ করবেন বলে জানা গেছে।
গত দশকে থুপ্পাকি, কাঠটি ও মেরসাল-এর মতো হিট ছবির মাধ্যমে বিজয় তামিল সিনেমার শীর্ষে নিজের অবস্থান আরও মজবুত করেছেন। অনেক বিশেষজ্ঞের মতে, তার স্টারডম এমন পর্যায়ে পৌঁছেছে যা এমনকি রজনীকান্তের সঙ্গে তুলনীয়। তবে এবার, সিনেমা জগৎকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। জানা নায়াগনকে তৈরি করা হচ্ছে একটি স্মরণীয় বিদায় হিসেবে যা তার ৩০ বছরের চলচ্চিত্র যাত্রাকে উদযাপন করবে।
প্রতিবেদন অনুযায়ী, ছবির ক্লাইম্যাক্সে থাকবে আবেগঘন শ্রদ্ধা, নস্টালজিক মন্টাজ এবং প্রতীকী মুহূর্ত। বিশেষ করে একটি শক্তিশালী ব্যাটন-পাসিং দৃশ্যে পরিচালকদের অটলি, লোকেশ কানাগরাজ ও নেলসনকে কেমিওতে দেখা যাবে। এছাড়াও থালাপথি কাচেরি নামের একটি হাই-এনার্জি গান থাকবে, যেখানে এক মিনিটের উদযাপনী নাচের মাধ্যমে বিজয়ের দীর্ঘ চলচ্চিত্র জীবন উদযাপিত হবে। ছবির শেষে থাকবে বিজয়ের স্বাক্ষরী ঢিল ভক্তদের প্রতি বিদায়ের অঙ্গীকার।
ছবির মুক্তি ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই আকাশচুম্বী। বিজয় ভবিষ্যতে সিনেমায় ফেরেন কিনা, তা এখনো অনিশ্চিত। তবে ‘জানা নায়াগান’ নিশ্চিতভাবেই হয়ে উঠবে একটি স্মরণীয়, আবেগঘন এবং প্রতীকী বিদায় যা তামিল চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অমলিন ছাপ ফেলবে।
আরপি/টিএ