বলিউড সুপারস্টার অক্ষয় কুমার জীবনের দর্শন শেয়ার করলেন। তিনি বলেছেন, “জীবনে একদম সাধারণভাবে বাঁচো, স্ট্রেস কোরো না। ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কারণ এখানেই স্বর্গ আছে, যা উপভোগ করতে হবে।” অক্ষয়ের এই বক্তব্যে জীবনকে সহজভাবে উপভোগের প্রেরণা মেলে।
এবি/টিকে