শ্রীলঙ্কা ক্রিকেট দল ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে। এই ঘটনায় দীর্ঘ সময় পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়নি। বর্তমানে শ্রীলঙ্কা দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে, তখন আবার দেশটিতে বোমা হামলার ঘটনা ঘটেছে।
যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও দেশটির সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির জানিয়েছেন, দেশটিতে সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবদনে এ খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডন। শ্রীলঙ্কান কর্তৃপক্ষের নিরাপত্তা উদ্বেগ দূর করতে এই ব্যক্তিগত আশ্বাস দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নাকভি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট স্বয়ং পাকিস্তানের সঙ্গে দলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক কিছু ঘটনার পর শ্রীলঙ্কার কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে, সেনাপ্রধানের পক্ষ থেকে সফররত খেলোয়াড় ও কর্মকর্তাদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করার নিশ্চয়তা দেয়া হয়েছে। নাকভি শ্রীলঙ্কার এই সফর অব্যাহত রাখার সিদ্ধান্তকে ‘অসাধারণ সাহস ও পাকিস্তানের প্রতি আস্থার প্রতিফলন’ বলে উল্লেখ করেন।
এদিকে, সিনেট সর্বসম্মতিক্রমে আইনমন্ত্রী আজম নজির তারারের উপস্থাপিত একটি প্রস্তাব গ্রহণ করে, যাতে পাকিস্তান সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য শ্রীলঙ্কা সরকারকে শ্রদ্ধা জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি সিনেটকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন।
এর আগে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছিলো, নিরাপত্তা শঙ্কার কারণে সফর চলাকালেই শ্রীলঙ্কার আটজন ক্রিকেটার দেশে ফিরতে চেয়েছেন, কিন্তু বোর্ডের অবাধ্য হলে তাদের ২ বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
সূত্র: রয়টার্স
এবি/টিকে