বলিউড এবং দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে, কারণ এই শনিবার রামোজি ফিল্ম সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘SSMB29’ ছবির শিরোনাম উন্মোচন অনুষ্ঠান। ইতিমধ্যেই এই অ্যাকশন মহাকাব্যকে ঘিরে একটি চমকপ্রদ গুজব উড়ছে: র. মাধবন এই প্রজেক্টে যুক্ত হতে পারেন।
গুজবের সূত্রপাত ঘটে মাধবনের সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্যের পর। তিনি প্রথম-দৃষ্টির পোস্টারে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (মন্দাকিনী চরিত্রে) এবং প্রিথ্বিরাজ সুকুমারন—দুইজনেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এস.এস. রাজামৌলির পরিচালিত এবং মহেশ বাবু মুখ্য ভূমিকায় অভিনীত সিনেমায়। সাধারণত সেলিব্রিটি পোস্টে মন্তব্য করা অস্বাভাবিক নয়, কিন্তু মাধবনের এই বিশেষ আগ্রহে ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে এবং গুজব ছড়াতে শুরু করেছে।
এর আগেই গুঞ্জন ছিল মাধবন মহেশ বাবুর ছবিতে বাবার চরিত্রে দেখা দিতে পারেন। এবার তার সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়াগুলো অনেকেই স্ট্র্যাটেজিক টিজ বা সম্ভাব্য নিশ্চিতকরণ হিসেবে দেখছেন। যদিও প্রযোজক বা নির্মাতা পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসে নি, তবু ভক্তরা দৃঢ়ভাবে মনে করছেন মাধবন এই ছবিতে থাকবেন।
এস.এস. রাজামৌলির পরিচালনায়, এম.এম. কীরবাণী রচিত সঙ্গীতে এবং কে.এল. নারায়ণার ব্যাপক প্রযোজনায় ‘SSMB29’ ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে এক বড় চলচ্চিত্র ইভেন্টের রূপ নিচ্ছে। মাধবনের সম্ভাব্য অংশগ্রহণ সেই শক্তিশালীensemble-কে আরও মর্যাদাসম্পন্ন করছে।
এই শনিবারের শিরোনাম উন্মোচনের দিকে সমগ্র ভক্ত মহল, সিনেমা বিশ্লেষক এবং সংবাদমাধ্যমের নজর নিবদ্ধ। মাধবনের উপস্থিতি নিশ্চিত হবে কি না—এই প্রশ্নের উত্তরে রোমাঞ্চের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।
আইকে/এসএন