২০২২ সালে মাতৃহারা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবল শোকেও নিজের কর্তব্য পালন করে গিয়েছেন তিনি। বারবার তিনি বলেছেন, ‘আমার মা-ই আমার জীবনের অনুপ্রেরণা।’ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির বায়োপিক আসতে চলেছে পর্দায়। এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনেই। কিন্তু তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে কৌতূহলী ছিলেন সকলেই।
বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, হীরাবেন মোদির চরিত্রে নাকি অভিনয় করবেন বলিউডের অভিনেত্রী রবীনা ট্যান্ডন। ছবিটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চন্দ্র। ছবির নাম ‘মা বন্দে’।
বলিউড সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হীরাবেনের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে পেরে রবীনা ট্যান্ডন ভীষণই আপ্লুত। এই চরিত্রটি নাকি তাঁকে রীতিমতো মুগ্ধ করেছে। তাঁর জীবনীশক্তির দ্বারা রবিনা অনুপ্রাণিত হয়েছেন বলে শোনা যাচ্ছে। আর তাই এমন এক চরিত্রে অভিনয় করতে পারার সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চাননি তিনি।
একই সঙ্গে এই ছবিতে ফুটে উঠবে মা ও ছেলের সম্পর্কের বুনোট। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মায়ের যে স্নেহের সম্পর্কের পরশ তা এই ছবিতেও যে লাগববে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হবে এই ছবি। তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর শৈশব থেকে বেড়ে ওঠার জার্নি। আর থাকবে তাঁর যাত্রাপথে মা হীরাবেন মোদির শক্তি জুগিয়ে চলা ও অনুপ্রেরণা জোগানোর বিষয়টি। এককথায় মা ও ছেলের সম্পর্কের কথাই বলবে এই ছবি। মোদির ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেতা উন্নি মুকুন্দনকে। ছবিতে থাকবে ভিএফএক্সের ব্যবহার। শুধু তাই নয়, এমন এক চ্যালেঞ্জিং চরিত্রের জন্যও নিজেকে আমূল পরিবর্তন করবেন রবীনাও।
এমকে/এসএন