প্রথম দু’টি সিজ়ন সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। ফলে পরবর্তী সিজ়নের মুক্তি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজ়ন।
দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে মুক্তি পাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজ়ন। প্রথম দু’টি সিজ়ন সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। তাই পরবর্তী সিজ়নের মুক্তি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল দর্শকের মধ্যে। ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজ়ন। এ বার জানা গেল, এই সিরিজ়ে কে কত পারিশ্রমিক নিচ্ছেন।
আগের দু’টি সিরিজ়ের মতোই এই সিরিজ়েও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ। তিনি নাকি ২০.২৫ কোটি থেকে ২২.৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন! এই সিরিজ়ে এ বার খলচরিত্রে দেখা যাবে জয়দীপ অহলওয়াতকে। ‘পাতাললোক’ সিরিজ়ে জয়দীপের অভিনয় ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শককে। ‘ফ্যামিলি ম্যান’ সিরিজ়ে অভিনয় করে তিনি ৯ কোটি টাকা পাচ্ছেন বলে জানা যাচ্ছে।
এ বারের সিজ়নের অন্যতম আকর্ষণ নিমরত কৌর। সিরিজ়ের ঝলকে অভিনেত্রীকে দেখে কৌতূহল তৈরি হয়েছে দর্শকের মধ্যে। জানা যাচ্ছে ৮ থেকে ৯ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। দর্শন কুমার পাচ্ছেন ৮ থেকে ৯ কোটি টাকা আর মনোজের স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রিয়মণি পাচ্ছেন ৭ কোটি টাকা।
‘ফ্যামিলি ম্যান’-এর প্রথম দু’টি সিজ়ন তৈরির জন্য ৫০ কোটি টাকা করে খরচ হয়েছিল। দু’টি সিজ়নই সাফল্য পাওয়ায় তৃতীয় সিজ়নের বাজেট বৃদ্ধি করা হয়। জানা গিয়েছে, তৃতীয় সিজ়নের জন্য মোট ১৩৫ কোটি টাকা খরচ করছেন নির্মাতারা। প্রথম দু’বারের চেয়ে এ বারের সিজ়নে অনেক বেশি লড়াইয়ের দৃশ্য থাকবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, দ্বিতীয় সিজ়ে অভিনয় করেছিলেন সামান্থা রুথ প্রভু। রাজি নামে এক জঙ্গির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও আগের দু’টি সিজ়নে শরিব হাশমি, শ্রেয়া ধন্বন্তরী, গুল পনাগ, সানি হিন্দুজাও অভিনয় করেছেন।
আইকে/এসএন