দুই ভুবনের তারকার মুখোমুখি দেখা যেন পর্দার বাইরে আরেকটা সিনেমাই শুরু করে দিল। ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় মুখ আশিষ চঞ্চলানি এবার হাজির হচ্ছেন একেবারে ভিন্ন আলোয়—দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের মহারথী এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত নতুন প্রকল্প গ্লোবট্রটর–এর জমকালো উদ্বোধনী আয়োজনে সঞ্চালকের ভূমিকায়। হায়দরাবাদে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা।
আশিষকে চেনেন সবাই তাঁর হাস্যরস, প্রাণোচ্ছ্বল উপস্থিতি আর তরুণ প্রজন্মকে টেনে রাখার অদ্ভুত ক্ষমতার জন্য। এবার সেই প্রাণশক্তিকেই রাজামৌলির মহাকাব্যিক ভুবনের সঙ্গে মিলিয়ে দিতে চলেছে গ্লোবট্রটর এর দল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘোষণাটি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। প্রকাশিত ভিডিও টিজারে আশিষ ও রাজামৌলিকে পাশাপাশি দেখা যায়, আর সঙ্গে ছিল উত্তেজনাময় বার্তা সবকিছু মিলিয়ে দিন গুনতে শুরু করেছে ভক্তরা।
গল্পকার রাজামৌলি বরাবরই তাঁর নতুন প্রকল্পকে ঘিরে রহস্য বুনতে ভালোবাসেন। এবারও ব্যতিক্রম নয়। তবে সবার নজর কাড়ছে যে বিষয়টি, তা হলো মূলধারার সিনেমা আর ডিজিটাল কনটেন্ট জগতের এই সেতুবন্ধন। একসময় যাদের আলাদা জগত ভাবা হতো, আজ তারা একই মঞ্চে উঠে আসছেন। আশিষ চঞ্চলানির মতো এক তরুণ কনটেন্ট নির্মাতা যখন রাজামৌলির মতো নির্মাতার অনুষ্ঠানে সঞ্চালক হন, তখন তা বদলে দেওয়া সময়ের ভাষাকেই প্রতিফলিত করে।
ভক্তরা বলছেন, রাজামৌলি মানেই বিস্ময়। আর এবার সেই বিস্ময়কে উপস্থাপন করবেন আশিষ। ফলে অনুষ্ঠানের দিনটিকে নিয়েই জল্পনা তুঙ্গে কী দেখাবে গ্লোবট্রটর, কোন নতুন জগতে নিয়ে যাবে দর্শকদের, আর এই অনন্য জুটির রসায়ন কেমন জমবে মঞ্চে সবটা জানার অপেক্ষা এখন সময়ের কাছে।
এমকে/এসএন