ভারতের নারী ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়েছে। বলিউডের সংগীত পরিচালক ও গায়ক পলাশ মুচ্ছলকে বিয়ে করছেন, এমন একটি বিয়ের নিমন্ত্রণপত্র গত রাতেই ভাইরাল হয়ে পড়ে। যদিও দু’জনের কেউই বিষয়টি এখনো নিশ্চিত করেননি। তবু বিভিন্ন রিপোর্ট বলছে, চলতি নভেম্বরেই বিয়ের পরিকল্পনা চূড়ান্ত।
সাম্প্রতিক সময়ে ভারতকে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন মান্ধানা। পুরো টুর্নামেন্টে ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১১৭ ওয়ানডেতে ৫৩২২ রানের মালিক স্মৃতি ভারতের হয়ে মিতালি রাজের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যাট হাতে তার ধারাবাহিকতা ও নান্দনিক শৈলী লক্ষ-লক্ষ তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে।
দ্রুত ছড়িয়ে পড়া কার্ডে দেখা যায়, ২০ নভেম্বর ২০২৫, সাংলি (মহারাষ্ট্র)-তে স্মৃতি ও পলাশের বিয়ের তারিখ ও ভেন্যু উল্লেখ আছে। বিভিন্ন রিপোর্ট বলছে, বিয়ে হবে পুরোপুরি ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় রীতিতে। উপস্থিত থাকবেন ঘনিষ্ঠরা, ক্রিকেট তারকা এবং বলিউড সেলিব্রিটিরা।
একটি ফ্যান পেজ প্রথম কার্ডটির ছবি পোস্ট করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। অভিনন্দনের বন্যা বয়ে যায়। যদিও স্মৃতি এবং পলাশ কেউই এখনো এ নিয়ে কিছু বলেননি। পলাশ মুচ্ছল কিছুদিন আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। নারী বিশ্বকাপ জয়ের পরে তিনি স্মৃতির ট্রফি উঁচিয়ে ধরা একটি ছবি পোস্ট করেন, ক্যাপশনে লেখেন, ‘আমরা ভারতবাসীরাই সবচেয়ে এগিয়ে।’ সেখানে তার হাতে থাকা ‘SM 18’ ট্যাটুটি নজর কাড়ে, যা স্পষ্টতই স্মৃতির নাম ও জার্সি নম্বরকে নির্দেশ করে।
দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার বিয়ের কার্ডকে কেন্দ্র করে আলোড়ন থামছেই না। ভক্তরা এখন অপেক্ষায়, কখন এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানাবে।
আইকে/এসএন