আয়ারল্যান্ডের ডাবলিনে বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ হাতছাড়া করার পাশাপাশি বড় ধাক্কা খেল পর্তুগাল। ম্যাচের ৬১ মিনিটে আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ও’শিয়াকে কনুই দিয়ে আঘাত করার অপরাধে ভিএআর-এর সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখায় ৪০ বছর বয়সী এই মহাতারকাকে বাধ্যতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। তবে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন তিনি।
লাল কার্ডের কারণে রোনালদোকে আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচটি বাইরে বসে কাটাতে হবে। এই ম্যাচে জিতলে পর্তুগাল সরাসরি ২০২৬ বিশ্বকাপে পৌঁছে যাবে। ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী,‘গুরুতর ফাউল প্লের জন্য অন্তত দুই ম্যাচের নিষেধাজ্ঞা’ এবং ‘হিংস্র আচরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা অন্তত তিন ম্যাচ’ পর্যন্ত হতে পারে, যার মধ্যে কনুই দিয়ে আঘাত করাও অন্তর্ভুক্ত। তবে এই নিষেধাজ্ঞা শুধু প্রতিযোগিতামূলক ম্যাচে প্রযোজ্য হবে, কোনো প্রীতি ম্যাচের জন্য নয়।
তবে ম্যাচ শেষে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ রোনালদোর পক্ষে সাফাই গেয়েছেন। তিনি মনে করেন লাল কার্ডের সিদ্ধান্তটি বেশ কঠোর ছিল। কোচ বলেন,‘সে প্রায় ৫৮-৬০ মিনিট বক্সে আটকে ছিল, টানা ধাক্কা খাচ্ছিল, তখন আসলে নিজেকে রক্ষার চেষ্টা করে রোনালদো।’ মার্টিনেজের মতে, ক্যামেরায় যতটা গুরুতর মনে হয়েছে, কাজটি আসলে তার চেয়ে কম গুরুতর ছিল।
ইএ/এসএন