ঝাড়খণ্ডে বিজেপির হার: মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত  

ঝাড়খণ্ডে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এবার কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর জোট।

সোমবার ভোট গণনার শুরু থেকেই দু’পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু বেলা শেষে ভোটের ফলাফল জোট শিবিরের দিকেই ঝুঁকে পড়ে। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ঝাড়খণ্ডে বিজেপির পতন। কিন্তু সংখ্যাগরিষ্ট আসন পাওয়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন জেএমএম প্রধান হেমন্ত সারেন।

জানা গেছে, ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১টি। সরকার গড়তে প্রয়োজন ছিল ৪১টি আসনের। সর্বশেষ খবর অনুযায়ী বিজেপি পেয়েছে ২৫টি আসন। অন্যদিকে কংগ্রেস ১৫টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ৩০টি ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ১টি আসন পেয়ে জোটগত ভাবে সরকার গঠনের কোটা পুরণ করেছে।

এছাড়া অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু) ৩টি, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেবিএম) ৩টি ও অন্যান্যরা ৪টি আসনে জয়লাভ করেছে।

কিন্তু জোটগত জয়লাভের মাঝেও এককভাবে ঝাড়খণ্ড মক্তি মোর্চা (জেএমএম) সংখ্যাগরিষ্ট ৩০টি আসন পাওয়ায় ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন জেএমএম প্রধান হেমন্ত সোরেন।

জয়ের পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন হেমন্ত সারেন। পাশাপাশি জোটসঙ্গীদের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি।

এ দিন ফলাফল স্পষ্ট হতে শুরু করার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জায়গায় জোট শিবিরের উল্লাসের ছবি দেখা গিয়েছে। কোথাও কোথাও জেএমএম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টিমুখ শুরু হয়ে যায়। আবার কোথাও বাজি পোড়াতে শুরু করেন কংগ্রেস ও জেএমএম সমর্থকরা। সূত্র: আনন্দবাজার

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: