সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩  

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি ব্যস্ত সড়কে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন হয়েছে। 

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। রয়টার্স সূত্রে বিবিসি এ খবর জানিয়েছে।

ওই সড়কে নিরাপত্তাবাহিনীর চেকপোস্টের কাছাকাছি এই বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এ্যাম্বুলেন্স চালক আবদে কাদির আবদুর রহমানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গাড়ি বোমা হামলায় অন্তত ৭৩ জনের লাশ এ্যাম্বুলেন্সে উঠানো হয়েছে। যে লাশগুলো এ্যাম্বুলেন্সে করে স্থানীয় বিভিন্ন হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাকরিয়ে আবদে কাদির জানান, বোমা হামলার পর সড়কে মৃতদেহগুলো এলোমেলো পড়ে ছিল। এছাড়া অনেক মানুষ আহত হয়েছে এই হামলায়।

সোমালিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরকবাহী গাড়িটি চেকপোস্টের কাছে এসে বিস্ফোরিত হয়। এটি এমন জায়গায় সংঘটিত হয়েছে, যেখানে সড়কের শুল্ক আদায় করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠি দায় স্বীকার করেনি। তবে এ ঘটনার সঙ্গে আল-কায়েদার মদদপুষ্ট সোমালিয়ান জঙ্গি গোষ্ঠি আল-শাবাব জড়িত থাকতে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: