বঙ্গবন্ধু বিপিএল: সবার উপরে রাজশাহী, ছিটকে গেল সিলেট  

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্ব শেষ হয়েছে। ২ জানুয়ারি রাজশাহী রয়্যালস ও রংপুর রেঞ্জার্সের ম্যাচ দিয়ে শুরু হয় সিলেট পর্ব। আর ৪ জানুয়ারি সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালসের ম্যাচ দিয়ে শেষ হয়।

সিলেট পর্ব শেষে ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে টেবিলের শীর্ষস্থান দখল করেছে রাজশাহী রয়্যালস।

সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে চ্যালেঞ্জার্স। এই দুই দলেরই প্লে অফ নিশ্চিত হয়েছে।

সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল

৯ ম্যাচ শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ঢাকা প্লাটুন। মুশফিকের খুলনার ঝুলিতে আছে ১০ পয়েন্ট। প্লে অফের দৌড়ে আছে কুমিল্লা ওয়ারিয়র্সও। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮।

নানা সমীকরণে সম্ভাবনা এখনো টিকে আছে রংপুর রেঞ্জার্সের। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮।

তবে সব সম্ভাবনা শেষ সিলেট থান্ডারের। আসরে এখন পর্যন্ত একটি মাত্র জয়ের দেখা পেয়েছে হার্শেল গিবসের শিষ্যরা। ফলে সবার আগে আসর থেকে ছিটকে পড়েছে তারা।

আগামী ৭ জানুয়ারি থেকে আবারও ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের পঞ্চম পর্ব। বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি।

 

টাইমস/এইচইউ

Share this news on: