মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে পুলিশ: প্রধানমন্ত্রী  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পুলিশ বাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২০’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, পুলিশের মাঝে এখন ব্যাপক গুণগত পরিবর্তন এসেছে। পুলিশ বাহিনী মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সেজন্য পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, ৯৯৯ নম্বরের ফোন করলে যেকোনো সমস্যায় এখন পুলিশ ছুটে যায়। এটা একটা যুগান্তকারী সফলতা।

পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের আস্থা, বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে যেকোনো ধরনের অপরাধ দমন করা সহজ এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনারা কাজ করবেন সেটাই আমি আশা করি। আমরা চাই আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব হবে।

এসময় তিনি পুলিশ সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য সাহসিকতা ও সেবা এই ক্যাটাগরিতে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের আইজি (মহাপরিদর্শক) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: