কাশেম সোলেইমানির মেয়ের বক্তব্যে প্রতিশোধের বার্তা  

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানির জানাযায় বক্তব্য দিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন তার মেয়ে জয়নাব সোলেইমানি। জয়নাবের আবেগঘন, গঠনমুলক ও প্রতিশোধের তীক্ষ্ম বার্তা সম্বলিত ওই বক্তব্যের ভিডিও চিত্র এরই মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। জয়নাবের বক্তব্য জানাযায় উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সোমবার ইরানের রাজধানী তেহরানে কাশেম সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হয়। এসময় লাখ লাখ মানুষের উপস্থিতিতে তেহরান পরিণত হয় জনসমুদ্রে।

বাবা কাশেম সোলেইমানির জানাজায় দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জয়নাব বলেন, ট্রাম্প তুমি মনে করো না যে, বাবার শাহাদাতেই ইরানের সব শেষ হয়ে গেছে। ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তা আজ বিশ্ববাসী দেখছে।

জয়নাব তার বক্তব্যে বলেন, মার্কিনিরা ও ইসরাইলিরা ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই। কিন্তু বাবার এই শাহাদাতের ঘটনা দুই জাতির মধ্যকার বন্ধন আরও সুদৃঢ় ও শক্তিশালী করেছে। ইরাক-ইরান এখন চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে।

জয়নাব বলেন, আমেরিকা ও দখলদার ইহুদিবাদী ইসরাইল জেনে রাখো, বাবার শাহাদাতের ফলে গোটা বিশ্বের প্রতিরোধ যোদ্ধাদের মানবিকতাবোধ আরও বেশি জাগ্রত হবে।

এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানদেরকে তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনতে হবে বলে হুশিয়ারি দিয়ে জয়নাব বলেন, বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য দুর্দিন ডেকে এনেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: