অভিনেতা জীতু কমল আবারও জানিয়ে দিলেন তাঁর স্পষ্ট ও শান্ত স্বভাবের অবস্থান। শিল্পী সমাজে নানা মত, নানা সমালোচনা চলতেই থাকে-কিন্তু জীতুর মতে, কারও কাজকে নিরুৎসাহিত করা সবচেয়ে ক্ষতিকর। তাঁর কথায়, উৎসাহ দিতে না পারলেও অন্তত নিরুৎসাহিত করা উচিত নয়। একজন শিল্পীর কাজকে বিচার করতে হলে দেখা উচিত তাঁর পরিশ্রম, তাঁর নিবেদন-শুধু কথার উপর ভিত্তি করে নয়।
নিজের ব্যক্তিগত আচরণ সম্পর্কে জীতুর আরেকটি মন্তব্যও দৃষ্টি কাড়ছে। তিনি জানান, কেউ যদি তাঁকে বিনা কারণে গালাগাল করতে বলেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত পছন্দ, অন্যের নয়। শিল্পী হিসেবে সমালোচনা তিনি মেনে নিতে রাজি, তবে ব্যক্তিগত আক্রমণকে তিনি সমর্থন করেন না।
জীতুর এই সংযত কিন্তু দৃঢ় বার্তা শিল্পী সমাজেই নয়, বহু অনুরাগীরও মনে ধরেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কথাকে অনেকে আজকের সময়ের প্রয়োজনীয় শেখানো হিসেবে দেখছেন-সমালোচনার নামে ব্যক্তিগত আঘাত নয়, শিল্পীর কাজকে সম্মান দেওয়ার আহ্বান।
পিএ/টিএ