কলকাতার অভিনেত্রী শিরিন পাল প্রকাশ করেছেন জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত। তিনি জানান, তাঁর মা দুটো পথ দেখিয়েছিলেন—জনপ্রিয়তা ও প্রিয়জন। দুই পথই মসৃণ নয়। তবুও শিরিন নতুন পথে এগিয়ে চলেছেন। তিনি আশীর্বাদ ও সমর্থনের জন্য অনুরোধ জানিয়ে বলেছেন, পাশে থাকবেন।