অভিনেত্রী অরিজিতা মুখার্জি যেন হঠাৎই খুলে দিলেন নিজের অভিজ্ঞতার দরজা। তিনি লিখেছেন, হতাশা ও ব্যর্থতায় আচ্ছন্ন কিছু নারীই সবচেয়ে বেশি আক্রমণ করেন তাঁদের, যারা নিজের পরিচয়ে দৃঢ় হয়ে দাঁড়াতে পেরেছেন। তাঁর কথায় যেন উঠে আসে শিল্পজগতের অদৃশ্য চাপ, যেখানে সাফল্যের আলো যেমন আছে, ঠিক তেমনই আছে অকারণ সমালোচনার অন্ধকার ছায়া।
অরিজিতা জানান, বহু সময় তিনি দেখেছেন সমাজের একাংশ নারীর অর্জনকে উদ্যাপন না করে বরং তাকে নিচে নামানোর চেষ্টা করে। বিশেষ করে যেসব নারী নিজের পরিশ্রমে পরিচিতি পেয়েছেন, তাঁদের দিকে তীর ছোড়া হয় সবচেয়ে বেশি। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি ইঙ্গিত করেন-এ পথে হাঁটতে গিয়ে অনেকবারই তাঁকে অযাচিত মন্তব্য, হিংসা আর কটূক্তির মুখোমুখি হতে হয়েছে।
তবু তাঁর বক্তব্যে হতাশা নয়, বরং একটা দৃঢ়তা স্পষ্ট হয়ে ওঠে। তিনি যেন বলতে চান- সমালোচনা থামাতে নয়, এগিয়ে যাওয়ার জন্যই তাঁরা তৈরি হয়েছেন। নিজের পরিচয়ের শক্তিতে দাঁড়িয়ে থাকা নারীদের গল্পই সমাজে আলো ছড়ায়, আর সেই আলোর দ্যুতি যত বাড়ে, সমালোচনার ছায়াও তত লম্বা হয়।
তাঁর পোস্টে তাই শুধু ক্ষোভের ইঙ্গিত নেই, আছে আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার গভীর সুর। অরিজিতার ভাষায়, পরিচয়ে শক্ত নারীরাই আসলে অন্য নারীর জন্য সাহস হয়ে ওঠেন, আর সেই সাহসের আলোতেই ধরা পড়ে সমাজের বাস্তব চিত্র।
কেএন/টিকে