মার্কিন গায়িকা টেইলর সুইফটের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল মেটাতেই আসছে গায়িকার জীবনের বিরল মুহূর্তগুলো নিয়ে নির্মিত ডকুসিরিজ ‘দ্য এরাস ট্যুর - দ্য এন্ড অফ অ্যান এরা’। প্রকাশ পেয়েছে এর অফিসিয়াল ট্রেলার।
জমকালো টিজারের পর মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ডিজনি প্লাস ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে টেইলর সুইফটের ডকু সিরিজটি। এরপর থেকেই ভক্তদের আগ্রহ বাড়ছে এটি ঘিরে।
এদিকে ৩৫ বছর বয়সী গ্র্যামিজয়ী এই গায়িকা সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সিরিজের অফিশিয়াল ট্রেলার। বিহাইন্ড দ্য সিনভিত্তিক এ ডকুসিরিজে উঠে এসেছে টেইলরের বহুল আলোচিত এরাস ট্যুরের স্মৃতি, ম্যাশাপ গান, সফরের অপ্রকাশিত কিছু ফুটেজ এবং ট্র্যাভিস কেলসির সঙ্গে প্রেমসহ বেশকিছু বিশেষ মুহূর্ত।
ডকু সিরিজ প্রসঙ্গে টেইলর সংবাদমাধ্যমকে জানান, একটি বিশাল ট্যুরের জন্য দরকার হয় দীর্ঘ প্রস্তুতি। মোকাবিলা করতে হয় শারীরিক ও মানসিক নানা চ্যালেঞ্জ। দর্শকরা এই সিরিজে জানতে পারবেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণের অজানা অনেক গল্প।
ছয় পর্বের এই ডকুসিরিজের প্রথম দুই পর্ব আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্মে। কী থাকছে সিরিজে, তা জানার অপেক্ষায় ভক্তরা।
ইএ/টিকে