তেলুগু সিনেমায় ‘সীতা রামাম’ ছবির মাধ্যমে কোটি দর্শকের হৃদয় জয় করা অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ফের আলোচনায়। তবে এবার কোনো নতুন ছবি নয়, বরং ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে তাঁর কথিত প্রেমের গুঞ্জনই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যমে তুমুল চর্চার জন্ম দিয়েছে।
বিষয়টি নিয়ে চারদিকে যখন সরব আলোচনা, তখনই মৃণাল এক রসিক মন্তব্যে সব গুজব থামিয়ে দিলেন। তিনি বলেন, “গুজব তো বিনা পয়সার প্রচার, আর আমি বিনামূল্যের জিনিস খুবই পছন্দ করি।”
এর মাধ্যমে তিনি যেমন গুঞ্জন উড়িয়ে দিলেন, তেমনি হালকা হাস্যরসের মধ্য দিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করলেন।
অনস্ক্রিনের মতোই অফস্ক্রিনেও সৌম্য ও আত্মবিশ্বাসী আচরণে পরিচিত ম্রুণাল। এর আগেও তাঁকে ঘিরে একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। অভিনেতা ধনুষের সঙ্গে তাঁর নাম জড়ানো হয়েছিল বেশ কয়েকবার; তখনও তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, সেই গল্পের ‘কোনো সত্যতা নেই’।
তবে নতুন আলোচনায়ও ম্রুণালের প্রতিক্রিয়া একই—শান্ত, রসিক ও দৃঢ়। নিজের ভাবমূর্তি ঠিক রাখার পাশাপাশি আলোচনাকে পরিণত করেছেন এক হাস্যরসাত্মক মুহূর্তে। এই আচরণেই আবারও প্রমাণ হলো, আলোচনার কেন্দ্রবিন্দু হতে তিনি জানেন ঠিক কোন ভঙ্গিতে সামলাতে হয়।