ভারতের কিংবদন্তি চলচ্চিত্রমনা ভি. শান্তারামের জীবনী অবলম্বনে নির্মিত নতুন ছবির প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। প্রথম পোস্টারে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর রূপান্তর এতটাই নিখুঁত যে অনেকেই তাক লাগিয়ে গেছেন তার নতুন চেহারায়।
পোস্টারটি প্রকাশিত হয়েছে প্রথম ডিসেম্বর, যেখানে অভিনেতাকে দেখা যায় ভি. শান্তারামের স্বকীয় স্টাইল তুলে ধরে নির্মিত এক বিশেষ সাজে। যেন একঝলক তাকালেই মনে পড়ে যায় সেই চলচ্চিত্রকারকে, যিনি এক সময় ভারতীয় সিনেমাকে নতুন দিশা দেখিয়েছিলেন সামাজিক গল্প ও মানবিক চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে।
জীবনীচিত্রটি শান্তারামের জীবন, সংগ্রাম এবং চলচ্চিত্র নির্মাণের দর্শনকে নতুনভাবে সামনে নিয়ে আসবে। তার নির্মিত অমর কাজ দুই চোখ বারো হাত, নবরং এখনো ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে। এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মের সামনে সেই মানুষটিকে নতুন আলোয় তুলে ধরা হবে বলে নির্মাতাদের আশা।
সিদ্ধান্ত চতুর্বেদী এই ভূমিকায় নিজেকে গড়ে তোলার জন্য যে নিষ্ঠা ও পরিশ্রম দেখিয়েছেন তারই প্রতিফলন প্রথম পোস্টারে পাওয়া যায়। দর্শকদের প্রশংসার বন্যা দেখে মনে হচ্ছে, ছবিটি মুক্তির আগেই নিজেকে আলোচনার কেন্দ্রে স্থাপন করতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, এটি হতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক শক্তিশালী শ্রদ্ধাঞ্জলি।
আরপি/টিকে