বলিউডে কর্মঘণ্টা নিয়ে যে আলোচনা চলছে, তাতে নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। দীপিকা পাডুকোন মাতৃত্বের পর দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার আবেদন জানানোর পর থেকেই ইন্ডাস্ট্রিতে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে রাকুলের বক্তব্য তাতে ক্ষোভের নয়, বরং স্পষ্টতা, সহমর্মিতা এবং বাস্তবতার ছাপ রেখেছে।
তিনি বলেন, একজন শিল্পীর জীবনের পর্যায় বদলায়, আর সেই সঙ্গে বদলানো উচিত কাজের সময়ও। তার কথায়, “আপনি কি আশা করবেন অমিতাভ স্যার দিনে চৌদ্দ ঘণ্টা কাজ করবেন? নিশ্চয়ই না।” এই একটি বাক্যেই তিনি বোঝাতে চাইলেন, একই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না।
দীপিকার মাতৃত্বের পর পরিবারকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে রাকুল বলেন, এটি কোনোভাবেই অপেশাদার আচরণ নয়, বরং মানবিক দৃষ্টিভঙ্গি। সাম্প্রতিক দিনে তিনি কয়েকটি বড় ছবির কাজ থেকে সরে দাঁড়িয়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পরই অনেকেই নানা মন্তব্য করতে শুরু করেন। এ নিয়ে রাকুল মনে করিয়ে দেন, জীবনে ভারসাম্য রক্ষা করা দুর্বলতা নয়।
তিনি আরও উল্লেখ করেন, সময়ের সঙ্গে প্রবীণ অভিনেতাদের কাজের ধরণও বদলেছে। অজয় দেবগন এবং অক্ষয় কুমার দুজনেই বহু বছর ধরে নিজের কর্মঘণ্টা নিয়ন্ত্রণ করে চলছেন। কাজের প্রতি নিষ্ঠা মানে শুধু দীর্ঘ সময় কাজ নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
বলিউডে যখন কাজের চাপ, সময়সীমা এবং শারীরিক ক্লান্তি নিয়ে আলোচনাগুলো তীব্র হচ্ছে, তখন রাকুলের শান্ত ও বাস্তবসম্মত বক্তব্য আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। তিনি মনে করিয়ে দিয়েছেন, শিল্পীর সীমা আছে, প্রয়োজন আছে, পরিবার আছে এগুলো সম্মান করাই উন্নত শিল্পচর্চার পথ।
আরপি/টিকে