সোশ্যাল মিডিয়ার অবিরাম কটূক্তি আর ট্রোলিংয়ের মাঝে নিজের অবস্থান আরও একবার পরিষ্কার করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য, প্রশ্ন এবং ট্রোলিং যখন প্রতিদিনই তার কমেন্ট সেকশন ভরিয়ে রাখছে, তখন তিনি জানালেন, এসবের কোনো উত্তর দেওয়াই তিনি সমীচীন মনে করেন না।
মানসীর ভাষায়, জীবনে যে-ই থাকুক, তিনি সেই মানুষটিকে সম্মান দেন। বিশেষ করে তার ব্যক্তিগত জীবনের ওপর কারও অধিকার নেই এই কথাই আবারও মনে করিয়ে দিলেন তিনি। “যে আমার জীবনে থাকে, সে আমার সঙ্গী। তার ব্যক্তিগত পরিসরকে সম্মান দিতে হবে। নোংরা নোংরা কথায় কমেন্ট সেকশন ভরিয়ে রাখে। আমি উত্তর করি না, কারণ মনে করি কাদের দেব! যাদের এরকম নোংরা মানসিকতা, তাদের কেন উত্তর দেব!”
মানসী স্পষ্ট জানিয়ে দেন যে সোশ্যাল মিডিয়ার অবাঞ্ছিত কথাবার্তা তাকে আর প্রভাবিত করে না। তিনি চান না, নোংরা মন্তব্যকারীদের তিনি সামান্যতম মূল্যও দিন। “আপনারা ট্রোলিং করবেন, করুন। আমার কিছু যায় আসে না তাতে” এমন দৃঢ় অবস্থান থেকেই বোঝা যায়, নিজের মানসিক পরিসর রক্ষার লড়াইয়ে তিনি বরাবরই শক্ত।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং কটাক্ষে বিরক্ত হয়েছেন অনেক তারকাই। তবে মানসী যেন সেই তালিকায় আরেকটি নতুন কণ্ঠ যোগ করলেন যা নীরব নয়, আবার অযথা প্রতিক্রিয়াও নয়। বরং শ্রদ্ধা, দৃঢ়তা আর আত্মসম্মানের ভাষা।
আরপি/টিকে