‘তোরে এত ভালোবাসি আর বলব কতবার… যদি হারাস একটিবার মরে যাব শতবার’—এই দুই গেল ২৫ নভেম্বর অন্তর্জালে পোস্ট করে ইন্ডাস্ট্রিতে চাপা গুঞ্জন তুলেছিলেন আরিফিন শুভ ও জন্নাতুল ফেরদৌস ঐশী। ৭ দিন পর জানা গেলে এবার সেই রহস্য।
‘স্বপ্ন’ নামে রায়হান রাফীর আলোচিত ‘নূর’ সিনেমার প্রথম গান প্রকাশ প্রেয়েছে আজ ২ ডিসেম্বর সন্ধ্যার। সেই গানের কথা এই কথাগুলো বলেই সিনেমার নায়িকা ঐশীকে হৃদয়ের আর্তি জানিয়েছেন নায়ক আরিফিন শুভ।
গানের কথায় যেন ধরা পড়েছে অপেক্ষা, প্রেম আর হারানোর ভয়ের নিঃশব্দ কাঁপন। ইমরান মাহমুদুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন শফিক তুহিন। প্রকাশের পর থেকেই গানের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত।
জানা গেছে, খুব শিগগিরই ‘নূর’ দেখা যাবে বায়োস্কোপ প্লাসে। রায়হান রাফীর পরিচালকের এক অদ্ভুদ প্রেমের গল্পে দেখা যাবে আরিফিন শুভ ও ঐশীর পর্দার রসায়ন দেখা যাবে।
আইকে/এসএন