অনলাইন বেটিং অ্যাপকে ঘিরে দেশজুড়ে আর্থিক তছরুপের অভিযোগ ইতিমধ্যেই বড় আকার ধারণ করেছে। এই অভিযোগের সূত্র ধরে ধাপে ধাপে বিভিন্ন তারকার ওপর তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগেও বহু অভিনেতা, গায়ক, ক্রীড়াবিদ থেকে শুরু করে নেটপ্রভাবীদের সমন পাঠানো হলেও, এবার জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা।
কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহাকে সমন পাঠানোর পর মঙ্গলবার তিনি হাজিরা দেন ইডি দফতরে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কর্মকর্তারা তাঁর বয়ান নথিভুক্ত করেন। তবে নেহা বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তদন্তকারী সংস্থার সূত্র বলছে, বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইন বেটিং অ্যাপগুলো কীভাবে প্রচার পেয়েছিল, তার আর্থিক দিক ও সম্ভাব্য লেনদেন সম্পর্কেই ছিল বেশিরভাগ প্রশ্ন।
গত কয়েক মাসে এই একই অভিযোগে সমন গিয়েছে বহু তারকার কাছে। দক্ষিণ ভারতের অসংখ্য অভিনেতা অভিনেত্রী আছে এই তালিকায়। পাশাপাশি বিপাকে পড়েছেন দেশের প্রথম সারির বেশ কিছু ক্রীড়াবিদও। বিশেষ করে যেসব তারকা ওয়ানএক্স বেট বা রামি নামে পরিচিত বেটিং অ্যাপগুলোর প্রচারে যুক্ত ছিলেন, তাদের নাম নতুন করে উঠে আসছে তদন্তের নথিতে। এর মধ্যে আছেন যুবরাজ সিং, শিখর ধবন, রবিন উথাপ্পা, সুরেশ রায়না থেকে টলিউড তারকা মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাও।
কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই কয়েকটি অ্যাপকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় থাকা অ্যাপগুলোর প্রচারে যুক্ত তারকাদের ভূমিকা নিয়েই চলছে জোর তদন্ত। তদন্তকারীদের দাবি এই অ্যাপগুলোর আড়ালে আর্থিক লেনদেনের বড় খেলাই সন্দেহের কেন্দ্রবিন্দু।
নেহা শর্মার জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য উঠে আসে কি না, তা এখনো জানা যায়নি। তবে ইডির এই ধারাবাহিক তদন্তে যে আরও কয়েকজন পরিচিত মুখের নাম সামনে আসতে পারে, তা ইঙ্গিত দিচ্ছে সংশ্লিষ্ট মহল।
আরপি/এসএন