বলিপাড়ায় এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে দীপিকা পাড়ুকোন। পরপর দুটি বিগ বাজেট ছবির তালিকা থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি। সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ থেকে বাদ যাওয়ার কয়েক মাসের মধ্যেই ঘোষিত হয়, ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিকুয়েলেও থাকছেন না দীপিকা। স্বভাবতই উত্তেজনা বেড়েছে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন কে?
ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে, নির্মাতারা এই চরিত্রের জন্য তাকাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়ার দিকে। প্রথম ছবিতে দীপিকার অভিনয় প্রশংসিত হলেও, নতুন পর্বে চরিত্রটিকে নতুন রূপ দিতে চাইছেন পরিচালক। দর্শকের বড় অংশও মনে করছেন, এই তুমুল আলোচিত চরিত্রে প্রিয়াঙ্কাই উপযুক্ত হতে পারেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
তবে শিল্পমহলে ফিসফাস আরও গভীর। শোনা যাচ্ছে, সিকুয়েলের শুট শুরুর পর প্রায় ২০ দিন কাজ করেছিলেন দীপিকা। কিন্তু এরপরই নাকি সমস্যার সূত্রপাত। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীপিকা তাঁর পারিশ্রমিক বাড়িয়ে ২৫ শতাংশ করার অনুরোধ জানান। সেই সঙ্গে ৭–৮ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না, এমন শর্তও দেন। নির্মাতাদের মতে, ছবির পরিসর ও সময়সীমার সঙ্গে এই শর্তের মিল ছিল না।
এমন জল্পনাও ছড়িয়েছে প্রথম ছবির সাফল্যের পর দীপিকা ভেবেছিলেন, তাঁর জায়গায় অন্য কাউকে নেয়ার প্রশ্নই আসে না। সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই কি বিপদ ডেকে আনল? তবে এ বিষয়ে দীপিকার তরফে এখনো কোনও বক্তব্য পাওয়া যায়নি। তিনি আপাতত মন দিয়েছেন ‘কিং’ ছবির কাজে।
সব মিলিয়ে বলিউডে এখন নতুন প্রশ্ন ‘কল্কি’র সিকুয়েলে সত্যিই কি দেখা যাবে প্রিয়াঙ্কাকে, নাকি চমক রেখে দিচ্ছেন নির্মাতারা?
আরপি/এসএন