প্রথমবারের মতো এবার জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। গতবারের রানার্সআপ ফ্রান্সের চোখে চোখ রেখে দুর্দান্ত লড়াইয়ের পর ৩-২ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়লেও দ্বিতীয় কোয়ার্টারেই ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে লড়াই জমিয়ে তুললেও হার এড়াতে পারেননি আমিরুল-আব্দুল্লাহরা। আর তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার আশা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভারতের তামিলনাড়ুতে গত আসরের রানার্সআপ ফ্রান্সের মুখোমুখি হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়াই করলেন তাদের চোখে চোখ রেখে। কিন্তু প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় ৩-২ ব্যবধানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হার দিয়ে পুল ‘এফ’-এ যাত্রা শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে পুল পর্ব থেকেই ছিটকে গেলো বাংলাদেশ। এখন তারা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোকের গোলে লিড নেয় ফরাসিরা। দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আব্দুল্লাহর দারুণ এক ফিল্ড গোলে সমতায় ফেরে তারা।
এর আগে অস্ট্রেলিয়াকে ৮-৩ ও দক্ষিণ কোরিয়াকে ১১-১ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এদিন ম্যাচের তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে চেপে ধরে তারা। এই কোয়ার্টারে ২ গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় ফরাসিরা।
চতুর্থ কোয়ার্টারে দারুণ প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের ব্যবধান কমান আগের দুই ম্যাচে হ্যাটট্রিক করা আমিরুল। তবে বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এমআর/টিকে